এমএস রুকন, গাজীপুর: গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলার অনেক গ্রামের ক্ষুদ্র এবং মাঝারি কুল বাগান ঘুরে দেখা গেছে, কুলের ভারে গাছের ডালপালা মাটির দিকে লুটিয়ে পড়ছে। বাঁশের খুঁটি দিয়ে কুল গাছের ডালপালা আটকিয়ে রাখা হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগের না হওয়ায় এবং প্রতিকূল আবহাওয়া থাকায় জেলায় কুল চাষে এবার বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন এ অঞ্চলের কুলচাষিরা।
কুল ব্যবসায়ী ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গাজীপুরের মাটি কুল চাষের জন্য উপযোগী। এ অঞ্চলের আপেল কুল পুষ্টিমানে সেরা এবং স্বাদও বেশি। জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, সিলেট ছাড়াও দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। পেশাদার কুল ব্যবসায়ীরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে কুল সংগ্রহ করে সরাসরি সিলেট জেলায় পাঠাচ্ছেন। সিলেটের তামাবিল পয়েন্ট দিয়ে কুল ব্যবসায়ীরা ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি বাজার এবং পশ্চিমবঙ্গের কলকাতায় রফতানি করছেন। দৈনিক লাখ টাকার কুল ভারতের আসামের বিভিন্ন জেলায় যাচ্ছে। দেশের বাইরে বাংলাদেশের কুলের ব্যাপক চাহিদা থাকায় গাজীপুরের কৃষকরা বাণিজ্যিকভাবে কুল চাষে অধিক আগ্রহ দেখাচ্ছেন।
এ অঞ্চলের অনেকে কুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন এবং অনেক ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়ে সফলতাঅর্জন করেছেন।
গাজীপুর সদরের হোতাপাড়া, মুনিপুর, ভবানীপুর, বাঘের বাজার, শ্রীপুর উপজেলার মাওনা, টেংরা, জৈনা এবং বরমি বাজার, কালিয়াকৈরের মৌচাক বাজার, সফিপুর, রতনপুর, চান্দনা, চন্দ্রা বাজার, কাপাসিয়া উপজেলার কাপাসিয়া বাজার রাউথ কোনা, সিংহশ্রী বাজারগুলোয় কুল বেচাকেনার ধুম পড়েছে। কুল ব্যবসায়ীরা পাইকারি শত শত কেজি কুল ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। এসব বাজারে দৈনিক প্রায় ৫-৭ লাখ টাকার কুল বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গাজীপুরের ঐতিহ্যবাহী বরমি বাজারের কুল ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, প্রতি রোববার বরমি বাজার এলাকার আশপাশের গ্রামগুলো থেকে এক লাখ টাকার কুল কেনেন। প্রতি কেজি কুল পাইকারি ৪০-৫০ টাকায় সংগ্রহ করেন। তিনি বিক্রি করেন ৭০-১০০ টাকা দরে। চলতি সপ্তাহে ৩ লাখ টাকার কুল কিনে ৪ লাখ টাকা বিক্রি করেন।
কুলচাষি জুবায়ের হোসেন জানান, তার জমির পরিমাণ চার বিঘা। এখানে আপেল কুল গাছ আছে ৩৩০টি। ইতোমধ্যে তিনি তিন লাখ টাকার কুল বিক্রি করেছেন। আশা করছেন, আরও দুই-তিন লাখ টাকার কুল বিক্রি করবেন। প্রতি কেজি কুল বাগান থেকে পাইকারি ৬০ টাকা দরে বিক্রি করছেন।