প্রতিনিধি, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলে অসন্তোষ হয়ে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন অকৃতকার্য শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে গত ১১ আগস্ট বুধবার বেলা ১১টা থেকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ওই শিক্ষার্থীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ২০ জুলাই ফল প্রকাশিত হয়। উক্ত ফলে ৭২ শতাংশ কৃতকার্য হয়। এতে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে এবং অনেকে সশরীরে পরীক্ষা দিলেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়।
অনেক শিক্ষার্থী চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা প্রভৃতিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। স্মারকলিপি দেয়ার এক সপ্তাহ পর আবার দ্বিতীয় দিনের মতো উক্ত ফলে অকৃতকার্য শিক্ষার্থীরা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে অসন্তোষ প্রকাশ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম নর্থ ইলতুতমিস আন্দোলনরত ছাত্রদের সহযোগিতার আশ্বাস দিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানান।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, যেহেতু শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সুতরাং এটার আর পরিবর্তনের সুযোগ নেই। তাদের আন্দোলন না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেছেন তিনি। w1zWwCG5V