Print Date & Time : 8 July 2025 Tuesday 2:25 pm

গাজীপুরে জুট গুদামে আগুন

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এলাকাবাসী জানায়, কোনাবাড়ীর আধপাকা টিনশেডের জুটের গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে টিনশেডের আধাপাকা কয়েকটি গুদাম পুড়ে গেছে। এসব গুদামে কারখানার জুট মালামাল ছিলো।

শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে এখানে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফসহ কয়েকজন জুটের ব্যবসা করে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এখন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।