Print Date & Time : 28 August 2025 Thursday 4:22 pm

গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রেললাইন পারাপারের সময় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা গেছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি রেললাইন পার হওয়ার জন্য লাইনের ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই একটি ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা গাড়ির ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের দাবি, এখানে একটি রেলগেট ভীষণভাবে প্রয়োজন। গত কদিন আগেও এখানে এভাবেই তিনজন মারা গেছেন।