প্রতিনিধি, গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মহামারিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থ ১২৫০টি পরিবারের মাঝে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলÑচাল পাঁচ কেজি, ডাল এক কেজি, আলু দুই কেজি, সয়াবিন তেল এক কেজি ও লবণ এক কেজি।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন ও কালীগঞ্জের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আমাদের এ সহযোগিতা। আমরা তালিকা করে, খোঁজখবর নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে তাদের সহায়তা করছি।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, ডিজিএম (কারিগরি) মো. জাহিদুল ইসলাম ও পিউইসি শিশির কুমার রায় প্রমুখ। _