Print Date & Time : 7 September 2025 Sunday 9:26 pm

গাজীপুরে ৯৪ স্পটে ওএমএসের চাল-আটা বিক্রি আজ থেকে

প্রতিনিধি, গাজীপুর: আজ থেকে গাজীপুরে এবার ৯৪টি স্পটে ওএমএসের চাল-আটা বিক্রি করা হবে। গতকাল বুধবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে এক সংবাদ সম্মেলনে ডিসি আনিসুর রহমান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে গাজীপুরের এডিসি (সার্বিক) নাসরিন পারভিন, গাজীপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুল আলম খান ও জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ডিসি জানান, গাজীপুর মহানগরে ৪০টি, কালিয়াকৈর উপজেলায় ২০টি, শ্রীপুরে ২০টি, কাপাসিয়া উপজেলায় দুটি ও কালীগঞ্জে ১২টি কেন্দ্রে প্রতিদিন ১৮৮ টন চাল ও ২৭ দশমিক ৫  টন আটা বিক্রি করা হবে। এবার প্রতি ডিলারকে দৈনিক দুই মেট্রিক টন চাল ও আধা টন আটা বিক্রির জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ডিলাররা মাথাপিছু পাঁচ কেজি চাল এবং তিন কেজি আটা ভোক্তাদের কাছে মাসে দুবার বিক্রি করবে। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি করতে হবে। প্রতিমাসে ২২ কার্যদিবস ৯৪ ডিলার গাজীপুরের ৯৪টি স্পটে এসব চাল ও আটা বিক্রি করবে। এছাড়া টিসিবি’র কার্ডধারীরাও তাদের কার্ড দিয়ে ১০ কেজি করে মাসে দুবার ৩০ টাকা দরের চাল কিনতে পারবেন।