গাড়িতে লাগানো হবে প্রিপেইড মিটার

নিজস্ব প্রতিবেদক: জরুরি ভিত্তিতে টোলব্যবস্থায় অটোমেশনসহ গাড়িতে প্রিপেইড মিটার লাগানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের টোল দিতে কোনো আপত্তি নেই। তবে সমস্যা হলো, আমরা এখনও অটোমেশন করতে পারিনি। আমরা অটোমেশনের কাজ শুরু করেছি। সড়ক ও জনপদ এটির প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। তাই এখন তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’

তিনি বলেন, ‘আজ (২৬ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে মোট সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় টোল প্লাজা অটোমেশন প্রকল্প রয়েছে। আজ যে প্রস্তাবটি এসেছে সেটা হলো সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় ধলেশ্বরীতে কম্পিউটারাইজড টোল প্লাজা করা হবে। এটা ছোট প্রকল্প। এখানে আগে যা ছিল তার থেকে সামান্য কিছু (আট কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকা) বাড়ানো হয়েছে। এটা ভেরিয়েশন প্রকল্প। আগে এ প্রকল্পটির কাজ চলছিল। নতুন করে এ টাকা দিলে কাজ সম্পন্ন হয়ে যাবে। সব মিলিয়ে মোট ব্যয় হবে ৩৬ কোটি ১০ লাখ টাকা।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে যে কাজটি জরুরি ভিত্তিতে করা দরকার সেটা হলো অটোমেশন। আমাদের টোলব্যবস্থায় অটোমেশন করতে হবে, গাড়িতে প্রিপেইড মিটার লাগানো থাকবে। ফলে গাড়ি এক সেকেন্ডের জন্য থামবে না। আসবে আর যাবে। যতক্ষণ পর্যন্ত প্রিপেইড মিটার কাজ করবে এবং সেই মিটারে অর্থ থাকবে সেটা চলতে পারবে। টাকা শেষ হয়ে গেলে অটোমেটিক গাড়ি চলবে না। আবার মিটারে টাকা ভরতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘পোস্তগোলা ও ধলেরশ্বরী টোলপ্লাজা অটোমেশন করা হবে।’