Print Date & Time : 18 August 2025 Monday 12:13 am

গাড়ি উৎপাদন ৬৫ বছরে সর্বনিন্ম

শেয়ার বিজ ডেস্ক: বৈশ্বিক চিপ সংকটে এবং শ্রমিক স্বল্পতায় যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা কোম্পানিগুলো ১৯৫৬ সালের পর থেকে চলতি বছরের জুলাইয়ে কম গাড়ি প্রস্তুত করেছে, যা মাসিকভিত্তিতে যুক্তরাজ্যের ইতিহাসে ৬৫ বছরের মধ্যে সর্বনিম্ন গাড়ি উৎপাদন। খবর: গার্ডিয়ান।

যুক্তরাজ্যের শিল্পের লবি গ্রুপ ‘দ্য সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডারস (এসএমএমটি) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির গাড়ি নির্মাতারা গত জুলাইয়ে ৫৩ হাজার ৪০০ গাড়ি প্রস্তুত করেছে, যা গত বছরের একই সময়ের চাইতে ৩৭ দশমিক ছয় শতাংশ কম।

প্রতিবেদনে আরও বলা হয়, কভিড মহামারির মধ্যেও দেশটিতে নতুর গাড়ির অনেক চাহিদা থাকা সত্ত্বেও নির্মাতারা প্রর্যাপ্ত গাড়ি প্রস্তুত করতে পারছে না, যা প্রধান কারণ হলোÑবৈশ্বিক কম্পিউটার চিপ সংকট এবং শ্রমিক সংকট। বেশ কয়েক মাস ধরে চিপ সংকটে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিপর্যয় দেখা দিয়েছে। এদিকে কিছু কিছু বিশ্লেষক ধারণা করছেন, যে বৈশ্বিক চিপ সংকট ২০২২ সালের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এতে গাড়ির চাহিদা থাকলেও কোম্পানিগুলো সরবরাহ দিতে পরবে না। ফলে গাড়ি শিল্পের পুনরুদ্ধারকে আটকে দেবে।

এদিকে ২০২০ সালে দেশব্যাপী লকডাউনের কারণে সে সময় অনেকদিন গাড়ি উৎপাদন বন্ধ ছিল। এ কারণে ২০২০ সালের প্রথম সাত মাসের তুলনায় ২০২১ সালের প্রথম সাত মাসে ১৮ শতাংশ গাড়ি উৎপাদন বেড়েছে। তথাপিও চলতি বছরের জুলাই পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ৫২ হাজার ৪০০ ইউনিট গাড়ি উৎপাদন হয়েছে, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। সে সময় মহামারির আগে সাত লাখ ৭৪ হাজার ৮০০ ইউনিট গাড়ি উৎপাদন হয়েছিল।

এদিকে, উৎপাদন বিলম্ব হওয়ায় গ্রাহকদের গাড়ি সরবরাহ দিতে দেরি করছে বেশিরভাগ কোম্পানি। জার্মান নির্মাতা কোম্পানি ভক্সওয়াগন গত সপ্তাহে উদ্বেগ জানিয়েছে যে, চিপ সংকটে উৎপাদন বন্ধ রাখতে হবে। আর জাপানি টয়োটা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, চিপ সংকটটি আগামী সেপ্টেম্বরে তাদের উৎপাদন ৪০ শতাংশ হ্রাস করবে।

এর আগে জাগুয়ার ল্যান্ড রোভার এবং নিসান জানিয়েছে যুক্তরাজ্যের প্লান্টে উৎপাদন কমিয়েছে। এদিকে কভিডের ডেল্টা ধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত জুন-জুলাইয়ে যুক্তরাজ্যের শিল্পোৎপাদন কারখানায় উল্লেখযোগ্যহারে শ্রমিক অনুপস্থিত রয়েছেন। কারখানার শ্রমিকদের জন্য এনএইচএস অ্যাপের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করা হয়। ওই অ্যাপের মাধ্যমে জানা যায় শ্রমিকদের কারও কভিড শনাক্ত হয়েছে কিনা। কোনো শ্রমিক কভিড শনাক্ত হলে দ্রুত তাকে আইসোলেশনে পাঠানো হয়। আগামী ১৬ আগস্টের মধ্যে শ্রমিকদের টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়।

এ বিষয়ে এসএমএমটির প্রধান নির্বাহী মাইক হাওয়েস বলেন, যুক্তরাজ্যের গাড়ি নির্মাতার এখন ‘অত্যন্ত কঠিন অবস্থার’ মুখোমখি হয়েছেন। তিনি বলেন, এ অব্যবস্থাপনা সরকারে অন্যান্য খরচ কমিয়ে গাড়ি শিল্পের সহায়তায় এগিয়ে আসতে পারে।

এদিকে যুক্তরাজ্যের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির বিক্রি দুর্বল ছিল জুলাইয়ে। তবে ব্যাটারি এবং ইঞ্জিন সংযোগের চাহিদা বেশি ছিল। আর এসএমএমটি বলছে, যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ি তৈরি বেড়েছে ২৬ শতাংশ।

চাকরির বাজারে ‘নাটকীয়’ পুনরুদ্ধার: এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে চাকরির বাজারে ‘নাটকীয়’ পুনরুদ্ধার হয়েছে। তবে দক্ষ শ্রমিকের যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করছে দেশটির নিয়োগ সংস্থা হেইস। সংস্থাটির মতে, কভিড-পরবর্তী যুক্তরাজ্যে রেকর্ড-সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে শ্রমিক সংকটে অনেক কারখানা বন্ধ এমনি অর্ধেক সেবা দিতে হচ্ছে।

এ বিষয়ে হেইসের প্রধান নির্বাহী অ্যালিস্টার কক্স বলেন, আমাদের সব অঞ্চলেই দক্ষ শ্রমিকের স্বল্পতা রয়েছে। বিশেষ করে প্রযুক্তি খাতে অনেক দক্ষ শ্রমিক দরকার।