Print Date & Time : 3 September 2025 Wednesday 12:26 pm

গারো পাহাড় থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

প্রতিনিধি, শেরপুর : শেরপুরের শ্রীবরদী থেকে নিখোঁজের ১৮ দিন পর ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে হোসেন আলী (৩৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার কোচপাড়া বটতলা পাহাড় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী শ্রীবরদী উপজেলার সেকদী গ্রামের আশরাফ আলীর ছেলে।

এই ঘটনায় শ্রীবরদীর ভেলুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া ও ঝিনাইগাতীর নওকুচি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে সুমেল রানাকে আটক করেছে র‌্যাব।

শেরপুর র‌্যাব-১৪ জানায়, গত ২৬ নভেম্বর সকাল নয়টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হয় হোসেন আলী। কিন্তু রাতেও সে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরদিন গজনী এলাকায় তার ইজিবাইকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর ২৯ নভেম্বর শ্রীবরদী থানায় একটি জিডি করে তার ছোটভাই আবুল কাশেম। পরে ১০ ডিসেম্বর বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব ঘটনাটির রহস্য উদঘাটনে অভিযান শুরু করে। অভিযানে সুজন ও সুমেল রানা আটক করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে গারো পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় হোসেন আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।