গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর তাগিদ ট্রাম্পের

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বড় তিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে দেশটিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। হোয়াইট হাউজে কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আলোচনায় তিনি এ সুপারিশ করেন। এ জন্য নিয়মনীতি ও কর শিথিলেও প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মেক্সিকোতে বিনিয়োগে নিরুৎসায়িত করেন ট্রাম্প। খবর বিবিসি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাণ প্লান্ট ও অন্যান্য কারখানা স্থাপন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলোচনা সভায় জেনারেল মোটরসের নির্বাহী প্রধান মেরি বারা, ফোর্ড মোটরের মার্ক ফিল্ড ও ফিয়াট ক্রিসলারের সার্জিও মার্কোনি উপস্থিত ছিলেন।

এর আগে টুইটের মাধ্যমে বেশ কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে সতর্ক করেছিলেন ট্রাম্প। মেক্সিকোতে প্লান্ট নির্মাণ করলে গাড়ি আমদানিতে অতিরিক্ত করারোপেরও হুমকি দেন তিনি। সামনাসামনি গতকালই ছিল গাড়ি নির্মাতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম আলোচনা।

প্রতিবেদনমতে, ওই সভায় নির্বাহীরা জ্বালানি সক্ষমতার নিয়ম, বাণিজ্যনীতি ও অন্যান্য নিয়ন্ত্রক বিষয় উত্তোলন করেন।

মার্কোনি সাংবাদিকদের বলেন, কোন নীতিতে ছাড় দেবেন, সে বিষয়ে প্রেসিডেন্ট নির্দিষ্ট করে উল্লেখ করেননি।

সম্প্রতি জিএম, ফোর্ড ও ফিয়াট ক্রিসলারসহ অন্য দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগের ঘোষণা দেয়।

জাপানি গাড়ি নির্মাণ কোম্পানি টয়োটা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে ৬০০ মিলিয়ন ডলারের একটি প্লান্ট স্থাপন করতে যাচ্ছে। এর মাধ্য দেশটিতে ১০ শতাংশ উৎপাদন বাড়াবে কোম্পানিটি এবং প্রায় ৪০০ নতুন কর্মসংস্থান হবে। এছাড়া আগামী পাঁচ বছরে টয়োটার যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে।

রয়টার্সের জরিপমতে, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের গাড়ি ম্যানুফ্যাকচারাররা ৭৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ সময়ের মধ্যে কোম্পানিগুলো দেশটিতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর আগে যুক্তরাষ্ট্রে রফতানির উদ্দেশ্যে মেক্সিকোতে গাড়ি নির্মাণ কারখানা স্থাপন করলে টয়োটার ওপর বড় অংকের আমদানি কর চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য করোলা গাড়ি তৈরির জন্য মেক্সিকোর বাজার একটি নতুন প্লান্ট তৈরির কথা বলছে। কোনো রস্তা নেই! হয় যুক্তরাষ্ট্রে প্লান্ট স্থাপন করো অথবা বড় অংকের সীমান্ত কর পরিশোধ করো।’

এ ছাড়াও সম্প্রতি মেক্সিকোতে উৎপাদন নিয়ে ফোর্ড এবং জেনারেল মোটরসের সমালোচনা করেছিলেন ট্রাম্প। তবে বিদেশি কোনো কোম্পানির উদ্দেশে টয়োটা নিয়েই প্রথম টুইট তার।

টুইটে তিনি বলেন, ‘জেনারেল মোটর শুল্কমুক্তভাবে সীমান্ত পাড়ি দিয়ে চেভি ক্রুজের মডেল মেক্সিকোতে তৈরি করছে। এটি যুক্তরাষ্ট্রে তৈরি করো অথবা বড় ধরনের কর দাও।’

ট্রাম্পের টুইটের পর মেক্সিকোতে এক দশমিক ছয় বিলিয়ন ডলার ব্যয়ে প্লান্ট নির্মাণ পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটরস। এর পরিবর্তে মিশিগান রাজ্যে কোম্পানিটির কার্যক্রম বাড়াবে বলে জানিয়েছে ফোর্ড। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ফ্ল্যাট রকে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ৭০০ মিলিয়ন ডলার ব্যয় করবে।

ফোর্ডের প্রধান মার্ক ফিল্ড বলেন, ছোট গাড়িগুলো বিক্রি কমে যাওয়ায় এবং ডোনাল্ট ট্রাম্পের নীতিতে ‘আস্থা ভোট’-এর অংশ হিসেবে মেক্সিকোতে প্লান্ট নির্মাণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মেক্সিকোতে পুরোপুরি উৎপাদন বন্ধ করেনি ফোর্ড।  মুনাফা বাড়ানোর জন্য প্রধান কয়েকটি মডেলের উৎপাদন প্রতিস্থাপন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক ভার্সনের গাড়িগুলো মিশিগানের নতুন প্লান্টে তৈরি করা হবে। পরিকল্পিত মেক্সিকো প্লান্টের দুটি গাড়ি এখানে স্থানান্তর করা হবে। এতে যুক্তরাষ্ট্রে তিন হাজার ৫০০ চাকরি বাড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া ফ্ল্যাট রকে বৈদ্যুতিক গাড়ি খাতে ৭০০ কর্মসংস্থানের সৃষ্টি হবে। ওহিওতে লর্ডসটাউন ফ্যাক্টরির ইউনিয়নপ্রধান গ্লেন জনসন বলেন, যাত্রীবাহী গাড়ি উৎপাদনে সীমান্তের বাইরে যাওয়ার ব্যাপারে কোনো বিরোধিতা ছিল না। তবে ট্রাম্পের টুইটে আমরা একটি বার্তা পেলাম।

নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এনএএফটিএ) চুক্তির আওতায় শুল্কমুক্ত সীমান্ত পারাপারের সুযোগে কোম্পানিগুলো মেক্সিকোতে গাড়ি তৈরি করতে পারে। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারে এর বিরোধিতা করে ট্রাম্প বলেছিলেন, এর ফলে যুক্তরাষ্ট্রে ম্যানুফ্যাকচারিং খাতে চাকরি কমছে এবং শ্রম মজুরি তুলনামূলক সস্তা হচ্ছে।

নির্বাচনী প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অন্যান্য শিল্পেরও সমালোচনা করেছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, নির্বাচনে জয়ী হলে আমেরিকার চাকরি বাড়াতে এসব শিল্পকে সীমান্তের বাইরে গিয়ে উৎপাদনে বিধিনিষেধ আরোপ করবেন।

তবে তার এ ঘোষণায় অনেক সমালোচনাকারীই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এতে করে আমদানিতেও প্রতিবন্ধকতা আসবে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকারক।

বিএমডব্লিউর সেলস ও মার্কেটিং ডিরেক্টর ইয়ান রবার্টসন বলেন, আমরা পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ মেক্সিকোতে নতুন প্লান্ট তৈরি করবো। এখানে তিন সিরিজে গাড়ি নির্মাণ করা হবে, যা উত্তর আমেরিকায় বিক্রি করা হবে।