Print Date & Time : 3 August 2025 Sunday 12:01 pm

  গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা কিনবে পপুলার লাইফ

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ তিন হাজার ৭০০ বর্গফুট ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গা ব্যবহার করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে রোড নং-৫, প্লট নং-২৫, ব্লক-বিতে এ জায়গা কিনবে। এজন্য কোম্পানির মোট এক কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটি ২০১৫ সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা পাঁচ পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ টাকা তিন পয়সা। ২০১৪ সালে ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে, যা আগের বছরের সমান। ওই সময় ইপিএস হয়েছে চার টাকা পাঁচ পয়সা এবং এনএভি ৬৫৯ টাকা ১০ পয়সা।