প্রতিনিধি, জবি : সমন্বিত ২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘সি’ (বানিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্তিতির হার ছিল ৯৫.৭৬ শতাংশ। পরীক্ষা বেলা ১২ টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র ও একটি উপকেন্দ্রে ল এবার মোট ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। এই ২ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৬৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বানিজ্য ল অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা এসব তথ্য জানান।
তিনি বলেন, বানিজ্য বিভাগের পরীক্ষায় আজকে মোট ১৫ হাজার ২৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং কোনো অভিযোগ ও আসেনি।
সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছিল শিক্ষার্থী এবং অভিভাবকদের উপচে পড়া ভিড়। তীব্র গরম ও যানজট উপেক্ষা করে নিজ স্বপ্ন পূরণের লক্ষ্যে ২২ টি বিশ্ববিদ্যালয়ে ১ আসন নিশ্চিত করতে লাইনে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। পরীক্ষার শুরু ১ ঘন্টা আগে থেকেই শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আগামী ৩ জুন ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি যুদ্ধ সমাপ্তি হবে।