Print Date & Time : 29 August 2025 Friday 4:50 pm

গুজরাটে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত ছয়

শেয়ার বিজ ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।খবর: এনডিটিভি।

গুজরাটের প্রধান শহর আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্প এলাকায় অবস্থিত ওম অর্গানিক ম্যানুফ্যাকচারিং কারখানায় সোমবার দিবাগত রাত ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

ভারুচের পুলিশ সুপার লীনা পাতিল জানান, ছয়জন শ্রমিক একটি চুল্লির কাছে কাজ করছিলেন। সেখানে পাতন প্রক্রিয়া চলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকদের।

লীনা বলেন, চুল্লিতে বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লেগে যায়। চুল্লির কাছে কর্মরত ছয়জনের সবাই মারা গেছেন। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।