স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক ও আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী গুলজার আহমেদ গত সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলার্স সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ২০২১-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গুলজার সিলেটের গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করার পর তিনি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আপন জুয়েলার্সে নিয়োজিত হন। এর আগে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এবং বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার এ অর্জনে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালকরা ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে গুলজার আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান চেয়ারম্যান কাজী আকরামউদ্দীন আহ্মদ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 14 September 2025 Sunday 2:24 pm
গুলজার আহমেদ বাজুসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
করপোরেট কর্নার ♦ প্রকাশ: