গুলশানের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাজু (৩৫)। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। ওই ব্যক্তি ভবনের ১২তলায় এক বাসায় বাবুর্চির কাজ করতেন।

আগুন লাগার সময় তিনি ১২তলা থেকে লাফ দিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন শিকদার মেডিক্যালের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতায় প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় ভবনের আশপাশ। এ কারণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয় একাধিক অ্যাম্বুলেন্স।