গুলশানে গুলির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ নম্বরে রেস্টুরেন্টের সামনে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গুলির ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সোমবার সকালে ওই ঘটনায় আহত আমিনুল ইসলাম মামলাটি করেন। সোমবার সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন- আব্দুল ওয়াহিদ মিন্টু, আরিফ হোসেন ও মনির আহমেদ। এজাহারভুক্ত অন্য দুজন হলেন- শরিফুল ও হুমায়ুন। ঘটনার পর থেকে তারা পলাতক।

এসআই শাকির বলেন, গুলিবিদ্ধ আমিনুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারভুক্ত গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হবে। বাকি দুজনকে গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, রোববার (১৫ জানুয়ারি) বিকেলে মনির আহমেদ ও মিন্টুসহ চার পাঁচ জন ঘটনাস্থলে এসে আরিফকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু দোকানিরা বাধা দিতে গেলে সঙ্গে সঙ্গে অস্ত্র বের করে সাত থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়। মিন্টুর ছোড়া গুলিতে আমিনুল ইসলাম নামে একজন ও রহিম নামে এক ভানচালক গলিবিদ্ধ হন। এ ঘটনায় আরিফ হোসেন তার ভগ্নিপতি মনির হোসেন ও মিন্টুকে আটক করা হয়। রাতেই আমিনুল ইসলাম গুলশান থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন।