Print Date & Time : 23 July 2025 Wednesday 9:55 pm

গুলিস্তানে গাড়ির ধাক্কায় নটরডেমের শিক্ষার্থী নিহত

শেয়ার বিজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এই কলেজছাত্র নিহত হন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ডিএসসিসির ওই গাড়ির চালককে আটক এবং গাড়িটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া ১২টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।