Print Date & Time : 8 July 2025 Tuesday 2:41 am

গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান এলাকার গোলাপশাহ মাজারের সামনে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় আব্দুল আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) বিকাল ৪টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বাড়ি মানিকগঞ্জে সদর থানায়। তিনি শান্তিনগরের ২৮ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

তার পরিবারের সদস্যরা জানান, আব্দুল আলী বিকেলে একটি কাজে গুলিস্তান গিয়েছিলেন। গোলাপশাহ মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবগত করা হয়েছে।