Print Date & Time : 1 September 2025 Monday 3:50 am

গুলিস্তানে বাস চাপায় দুই পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন-ইলিয়াস (৪০), সুজিত (৪৫), আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫) ও দেলোয়ার হোসেন (৪৭)। এর মধ্যে ইলিয়াসের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের দাবি, নিহত দুজনই পথচারী। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের সবার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মশিউর রহমান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।