Print Date & Time : 7 July 2025 Monday 6:05 pm

গোপনেই বিয়ে করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

শেয়ার বিজ ডেস্ক: অনেকটা ‘গোপনেই’ বিয়ে সেরে ফেললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে নিñিদ্র গোপনীয়তায় বাগদত্তা বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করেন জনসন। এর মাধ্যমে নতুন এক রেকর্ডও করলেন জনসন। বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী, যিনি প্রায় ২০০ ডাউনিং স্ট্রিটে থাকা অবস্থায় বিয়ে করলেন। খবর: ডেইলি মেইল, বিবিসি।

যদিও সপ্তাহখানেক আগেও যুক্তরাজ্যের সংবাদপত্রগুলো জানিয়েছিল, প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বছরের জুলাইয়ে তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন, সেজন্য বন্ধুদের ‘সেইভ-দ্য-ডেট’ কার্ডও পাঠিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে কেবল আমন্ত্রিত ৩০ অতিথি ছিলেন। করোনার বিধিনিষেধের কারণে দেশটিতে কোনো অনুষ্ঠানে ৩০ জনের বেশি উপস্থিতিতে নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়লে বিবাহিত যুগলকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন রাজনীতিবিদ ও শুভাকাক্সক্ষীরা।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, নবদম্পতিরা পরবর্তী গ্রীষ্মে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে বিয়ের অনুষ্ঠান উদ্যাপন করবেন।

যুক্তরাজ্যের ভ্যাকসিন-বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়াই অভিনন্দন জানিয়ে বলেন, এটি ছিল ‘দুর্দান্ত’ সুসংবাদ।

আর নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টার টুইট করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, আজ বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ায় বরিস জনসন ও ক্যারি সিমন্ডসকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

দ্বিতীয় স্ত্রী মেরিনা উইলারের সঙ্গে বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা শেষে ২০১৯ সালে সিমন্ডসকে নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে থাকতে শুরু করেন জনসন। গত বসন্তে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান, যার নাম উইলফ্রেড।

গতবছর কভিড-১৯-এ আক্রান্ত হয়ে সংকটজন অবস্থায় পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী জনসন। হাসপাতাল থেকে ফেরার সপ্তাহখানেক পরই ছেলের বাবা হন ৫৬ বছর বয়সী যুক্তরাজ্যের এ রাজনীতিবিদ।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, জনসনের এটি তৃতীয় বিয়ে এবং ৩৩ বছর বয়সী সিমন্ডসের প্রথম। সম্প্রতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ব্যয়বহুল সংস্কারের পেছনে প্রধানমন্ত্রীর বাগদত্তার ভূমিকা যুক্তরাজ্যে আলোচনার জš§ দেয়।

সংবাদমাধ্যম জানায়, বেলা দেড়টায় হঠাৎ করেই দর্শনার্থীদের জন্য লন্ডনের ওই গির্জা বন্ধ করে দেয়া হয় এবং জনসন ও তার কনে একটি লিমাজিনে চড়ে সেখানে উপস্থিত হন। স্বাস্থ্যবিধি মেনে এ বিয়েতে মাত্র ৩০ অতিথি যোগ দেন, যাদের মধ্যে বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসনও ছিলেন। তিনিও নিমন্ত্রণ পান খুব অল্প সময় আগে।

সানের প্রতিবেদনে বলা হয়, বিয়ের আসরে সিমন্ডস যে সাদা গাউনটি পরেছিলেন, তার মুখাবরণ ছিল না। তাদের এক বছরের ছেলেও বিয়েতে উপস্থিত ছিল।

১৮২২ সালে লর্ড লিভারপুর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করেছিলেন মেরি চেস্টারকে। এরপর জনসনই যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করলেন।