Print Date & Time : 27 July 2025 Sunday 4:22 am

গোপালগঞ্জের বাটিকামারীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীতে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি বিভিন্ন বিষয়ের মোট ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান ও এক হাজার মানুষের ব্লাড গ্রুপিংয়ের সুবিধা দেওয়া হয়।
এই মেডিকেল ক্যাম্পে হাজার হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন বলেন, “আমারা সমাজের জন্য কিছু করতে চাই।” ফাউন্ডেশনের স্বনামধন্য সাধারণ সম্পাদক জানাব সেলিম শেখ বলেন, “এই এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এই সমাজের জন্য, এই দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। ” এছাড়া ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। বিজ্ঞপ্তি