গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা এখন জিআই পণ্য

প্রতিনিধি, গোপালগঞ্জ : ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি সনদ পেয়েছে। এটি জেলার দ্বিতীয় পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশকের স্বীকৃতি অর্জন করল। এর আগে গোপালগঞ্জের রসগোল্লা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছিল। এ স্বীকৃতিতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড়ের ব্রোঞ্জের গহনার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া সম্ভব হবে।

এছাড়া ব্রোঞ্জের গহনা তৈরির সঙ্গে জড়িত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে। এমন আশাবাদ ব্যক্ত করে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এ শিল্পে উৎপাদিত গহনা বিপণনের ব্যবস্থা নেয়া হয়েছে। গোপালগঞ্জের ব্র্যান্ডিং পণ্য হিসেবে এ পণ্যের আউটলেট স্থাপন করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার ধরতে এ শিল্পকে যুগোপযোগী করা হবে।

তিনি জানান, গত বছরের ১২ মার্চ মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের ব্রোঞ্জের গহনার জিআই পণ্যের স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিল্প মন্ত্রণালয় ও দপ্তরগুলোয় আবেদন করা হয়। পরে যাচাই-বাছাই করে ওই বছরের ১০ জুলাই জিআই পণ্য হিসেবে ব্রোঞ্জের গহনা নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের জার্নাল প্রকাশিত হয়।