গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

 

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডাঙ্গার বিল নামক স্থান থেকে শনিবার বেলা ১১টায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল শীতলগ্রাম এলাকার ডাঙ্গার বিলে একটি জ্যাকেট পরাবস্থায় বিবস্ত্র পুরুষের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা লাশ উদ্ধারের বিয়ষটি নিশ্চিত করেন।