Print Date & Time : 8 July 2025 Tuesday 6:03 am

গোবিন্দগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারের একটি পাট গুদামে অগ্নিকান্ডের ঘটনায় গুদামসহ পার্শ্ববর্তি ৩টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে গেছে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে এক অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোবিন্দগঞ্জ, সাঘাটা ও বগুড়ার সোনাতলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট বেলা ১টার দিকে আগুন নিয়ন্তণে আনে।

ক্ষতিগ্রস্থ ইউপি চেয়ারম্যান ও এলাকার লোকজন জানান, বুধবার সকাল পৌনে ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারের পশ্চিমদিকের পাট ব্যবসায়ী আজাহার আলী বেপারীর পাটের গুদামে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। পাট গুদামের আগুন পাশের তিনটি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়লে মূহুর্তেই এগুলো ভস্মিভূত হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও ৯৯৯ নম্বরে ফোন করে নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান।

তারা অভিযোগ করেন, ১৫-২০ মিনিট দূরত্বের পথ হলেও পার্শ্ববর্তি বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিস ফোন করার পৌনে একঘন্টা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস এক ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছে। এতে গুদামে রক্ষিত অর্ধ কোটি টাকার পাটসহ তিনটি বাড়ির ১ কোটি টাকার সম্পদ সম্পূর্ণরূপে পুড়ে যায়।

এব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার অগ্নিকান্ডের সূত্রপাতের উৎস কোথা থেকে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।