প্রতিনিধি, গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকায় রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোজাম্মেল হক (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, নিহত মোজাম্মেল হক একটি অটোরিকশাযোগে গোবিন্দগঞ্জ সদরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে যান। একই সময়ে রংপুরগামী সদাগর এক্সপ্রেস অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছেন।