Print Date & Time : 29 August 2025 Friday 9:45 am

গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।’

এর আগে আজ দুপুরে সমাবেশস্থলের বিষয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল। এরপরেই গোলাপবাগ মাঠে সমাবেশ করার কথা জানায় বিএনপি।

বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল। তবে শুরুতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমাবেশ করতে চায় বিএনপি। কিন্ত সেখানে সমাবেশ করতে চাইলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।