Print Date & Time : 9 September 2025 Tuesday 2:28 am

গোল্ডেন ভিসা চালু করছে ইন্দোনেশিয়া

শেয়ার বিজ ডেস্ক:বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি ও করপোরেট বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গোল্ডেন ভিসা প্রকল্প চালু করছে ইন্দোনেশিয়া। জাতীয় অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে নতুন এই প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। গতকাল রোববার ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার-বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর: রয়টার্স।

এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেন, গোল্ডেন ভিসায় পাঁচ থেকে ১০ বছর মেয়াদের জন্য ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি পাওয়া যাবে।

ইন্দোনেশিয়ার সরকারের নীতিমালা অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি গোল্ডেন ভিসার জন্য বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিদের দেশটিতে ২ দশমিক ৫ মিলিয়ন ২৫ লাখ ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করতে হবে। আর ১০ বছর মেয়াদের ভিসার ক্ষেত্রে পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্পেনসহ বিশ্বের অন্যান্য কিছু দেশও পুঁজি ও উদ্যোক্তাদের আকৃষ্ট করতে বিনিয়োগকারীদের জন্য প্রায় একই ধরনের গোল্ডেন ভিসা

চালু করেছে।

অন্যদিকে করপোরেট বিনিয়োগকারী পরিচালক ও কমিশনারদের পাঁচ বছর মেয়াদের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য দেশটিতে আড়াই কোটি ডলার বিনিয়োগ করতে হবে। তারা যদি ১০ বছর মেয়াদের ভিসা পেতে চান, তাহলে এই বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ অর্থাৎ পাঁচ কোটি ডলার করতে হবে।

দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে যেসব বিদেশি বিনিয়োগকারী কোম্পানি প্রতিষ্ঠা করতে চান না, তাদের জন্য ভিন্ন বিধানও রয়েছে। এসব বিধিবিধানের মধ্যে দেশটিতে সাড়ে তিন লাখ থেকে সাত লাখ ডলারের অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে, যা ইন্দোনেশিয়ার সরকারি বন্ড কেনার জন্য ব্যবহার করা হতে পারে।

সিলমি করিম বলেছেন, ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর গোল্ডেন ভিসাধারীদের আর নতুন করে পারমিটের জন্য আবেদন করতে হবে না।