Print Date & Time : 11 September 2025 Thursday 8:52 pm

গ্যাসলাইনে ছিদ্র, বগুড়ায় দুর্ভোগে গ্রাহক

প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ফুলতলায় পাইপ ছিদ্র হওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এতে প্রায় ২০ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।

গতকাল বেলা সাড়ে ১১টায় পাইপ ছিদ্র হওয়ায় সব লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

বগুড়া জেলা শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দারা জানান, বেলা সাড়ে ১১টায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। পরে জানতে পারেন মেইন লাইন থেকে গ্যাস বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। গ্যাস না থাকায় রান্না বন্ধ।

শহরের ফুলতলা এলাকার বাসিন্দারা বলেন, দুপুরের রান্না করতে পারিনি। দোকান থেকে শুকনো খাবার এনে খেতে হচ্ছে।

পিজিসিএল বগুড়া অঞ্চলের ম্যানেজার বরকত হোসেন মোল্লা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে চার লেনের কাজ চলছে। ফুলতলা নেকটার অফিসের সামনে রাস্তার কাজ করার সময় শ্রমিকদের অসাবধানতায় মূল পাইপ ছিদ্র হয়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সব লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, লাইন সচল করতে তাদের কর্মীরা কাজ শুরু করেছেন। কিছুটা সময় গ্রাহকদের অপেক্ষা করতে হবে।