Print Date & Time : 15 August 2025 Friday 5:49 pm

গ্যাসের মূল্য বেঁধে দেয়ায় ফল উল্টো হতে পারে

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কেন্দ্র করে ইউরোপে জ্বালানি তেলসহ গ্যাসের ব্যাপক সংকট দেখা দেয়। চলতি শীতে এ সংকট আরও প্রকট হয়। এ অবস্থায় গত মাসে ইইউভুক্ত ২৭ দেশে গ্যাসের দাম বেঁধে দেয়ার প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি ঠেকিয়ে রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত বিধি প্রকৃতপক্ষে আর্থিক স্থিতিশীলতাকে বিপদে ফেলতে পারে বলে আনুষ্ঠানিকভাবে মতামত জানিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। ইসিবি বলেছে, প্রস্তাবিত বিধিটি নতুন করে নকশা করা দরকার। খবর: রয়টার্স।

জ্বালানি ডেরিভেটিভস ট্রেডিংয়ে আর্থিক বাজারে চাপ সৃষ্টি ও জ্বালানির খরচ বৃদ্ধিতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় ওঠার পর গত মাসে প্রাকৃতিক গ্যাসের মূল্য ও বাজারের অস্থিরতা সীমিত রাখার লক্ষ্যে ‘বাজার সংশোধন প্রক্রিয়া’ প্রস্তাব করে ইইউ।

ইইউয়ের আর্থিক স্থিতিশীলতার অন্যতম তত্ত্বাবধায়ক ইসিবি স্বীকার করেছে, চরম মূল্য স্তর ও অস্থিরতাকে সহনশীল অবস্থায় আনতে এটি করা হয়েছিল, কিন্তু এই নীতিগুলো বিপরীত ফল বয়ে আনতে পারে বলে সতর্ক করেছে তারা।  

ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্তিন লাগার্দের স্বাক্ষর করা মতামতে ইসিবি বলেছে, ইসিবির বিবেচনায় প্রস্তাবিত বাজার সংশোধন প্রক্রিয়ার বর্তমান পরিকল্পনা সম্ভবত কিছু পরিস্থিতিতে ইউরো এলাকার আর্থিক স্থিতিশীলতাকে বিপদে ফেলবে।

ইসিবি ইউরোপীয় কমিশনকে মূল্য প্রক্রিয়া সক্রিয় ও শেষ করার ক্ষেত্রে তার ভূমিকা হ্রাস করতে বলেছে এবং ইইউকে প্রয়োজনে ইসিবির পরামর্শ নিতে বলেছে।

এর আগে জ্বালানি চাহিদা মেটাতে সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার চুক্তি করে ইইউ। যেখানে ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করা হয়। যদিও গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করলে ইইউ রাশিয়ার বিকল্প উৎসের কথা বলে। কিন্ত আদতে তা ধোপে টেকেনি।