চট্টগ্রাম প্রতিনিধি : গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রাষ্ট্রায়ত্ত এ কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে সিইউএফএলের জিএম (প্রশাসন) মইনুল হক জানিয়েছেন।
তিনি বলেন, ‘গ্যাস সংকট হওয়ায় রাতেই উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে। এর আগেও যান্ত্রিক ত্রæটির কারণে মাসখানেক উৎপাদন বন্ধ ছিল। মাঝখানে পাঁচ দিন চালু করা হয়েছিল।’
জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় ১৯৮৭ সালে সিইউএফএল প্রতিষ্ঠিত হয়।
পুরোপুরি গ্যাসনির্ভর এ কারখানায় নিরবচ্ছিন্ন সরবরাহ পেলে দিনে ১০০০ মেট্রিক টন অ্যামোনিয়া এবং ১২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে কারখানাটির। আর পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য প্রতিদিন ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয় কারখানাটিতে।
এ কারখানায় গ্যাস সরবরাহ করা হয় কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেড (কেজিএসএল) থেকে। কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় মঙ্গলবার রাতেই উৎপাদন বন্ধ করে দেয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
