গ্রামীণফোন আনল দুটি ফোরজি স্মার্টফোন

দেশে ফোরজি সেবা চালু করার আগে বাজারে দুটি ফোরজি হ্যান্ডসেট আনল গ্রামীণফোন। গতকাল রোববার রাজধানীর এক হোটেলে এ কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট দুটির উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে উই টি-১ ও মাইক্রোম্যাক্স ক্যানভাস-১ নামের কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট আনুষ্ঠানিকভাবে চালু করেন বিটিআরসির মহাপরিচালক স্পেকট্রাম ম্যানেজমেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এএফডব্লিউসি, পিএসসি। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, ডেপুটি সিইও ইয়াসির আজমান, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ভিকাস জৈন এবং আমরা হোল্ডিংস লিমিটেডের এমডি সৈয়দ ফরহাদ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, আমাদের ফোরজি সেবা লাইসেন্স হাতে পাওয়ার পরই চালু হবে এবং সেইসঙ্গে আমাদের অনেক গ্রাহকদেরও নতুন পথে চলা শুরু হবে। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের সুলভ হ্যান্ডসেটের মাধ্যমে সেরা ফোরজি সেবা দেওয়া। ফোরজি অনেক ডাটা ব্যবহারকারীর জন্য নতুন দিগন্ত উম্মোচন করবে এবং আমাদের নেটওয়ার্কে সেরা অভিজ্ঞতা পেতে গ্রাহকদের হাতে সঠিক হ্যান্ডসেট থাকতে হবে। বিজ্ঞপ্তি