Print Date & Time : 1 September 2025 Monday 1:08 pm

গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর

ক্যাশলেস অর্থনীতিতে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম জোরদার ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গ্রামীণফোন রিটেইলারদের ব্যাংকের মাইক্রো-মার্চেন্ট হিসেবে নিয়োগদানে গ্রামীণফোনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান ও গ্রামীণফোনের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান রাশেদা সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এএমডি শাফিউজ্জামান ও এএনএম মাহফুজ, ডিএমডি মো. সাজ্জাদ হোসেন, গ্রামীণফোনের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের ডিজিএম মো. নাজমুল আহসান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি