গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের উদ্যোগে প্রধান কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাইদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীন। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা, তথ্য চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি