Print Date & Time : 8 July 2025 Tuesday 5:21 am

গ্রামীণ ব্যাংকের শেখ রাসেল দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করেছে গ্রামীণ ব্যাংক। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা ও নূর মোহাম্মদ।

জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর গ্রামীণ ব্যাংকের মিডিয়া সেলের উদ্যোগে শেখ রাসেলকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের আরও আয়োজনের মধ্যে ছিলÑশেখ রাসেলকে নিয়ে গান ও কবিতা আবৃতি, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন। বিজ্ঞপ্তি