Print Date & Time : 16 July 2025 Wednesday 8:03 pm

গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ছানাউল্যাহ

প্রতিনিধি, নোয়াখালী: ভুয়া রিয়েল এস্টেট কোম্পানি খুলে অধিক লোভ দেখিয়ে ৩০০ গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মো. ছানাউল্যাহ (৪১)। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রতারণার স্বীকার বেগমগঞ্জ উপজেলার করিমপুর ইউনিয়নের কিছমত করিমপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে বেলাল হোসেন (৪৭) বলেন, প্রতারক ছানাউল্যাহর বিরুদ্ধে আমি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। তারপর রর‌্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গতকাল রাতে বিশেষ অভিযানের মাধ্যমে ছানাউল্যাহকে গ্রেপ্তার করা হয়। আমরা ছায়া তদন্তে জানতে পারি ছানাউল্যাহ একজন জনসাধারণের অর্থ-সম্পদ আত্মসাৎকারী ও প্রতারক শ্রেণির লোক। তিনি সাদা কাগজ, স্ট্যাম্প ও রিসিভ কপি প্রদানের মাধ্যমে প্রায় ৩০০ সহজ-সরল ও নিরীহ লোকজনের কাছ থেকে প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। পরে এসব অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ওই ভুয়া কোম্পানির অফিস কার্যক্রম বন্ধ করে দিয়ে আত্মগোপনে চলে যান।