গ্রিজম্যানকে চায় বার্সা-রিয়াল

ক্রীড়া ডেস্ক: গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়ছেন অ্যান্তিয়ো গ্রিজম্যান। তার আগেই ফরাসি এ ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চাইছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ব্যাপারটি শুধু এখানেই থেমে নেই। তাকে দলে টানতে রীতিমতো যুদ্ধে নেমেছে স্পেনের ক্লাব দুটি।

গ্রিজম্যানকে দলে ভেড়াতে প্রয়োজনে গ্যারেথ বেলকে ছেড়ে দেবে রিয়াল। এরই মধ্যে ফরাসি এ ফরোয়ার্ডের জন্য ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রস্তুত করেছে সান্তিয়াগো বার্নাবুর ক্লাবটি। আগামী শীতে দলবদল সামনে রেখে এমনই পরিকল্পনা রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। অন্যদিকে নেইমারের শূন্যস্থান পূরণে ফিলিপ্পে কৌতিনহো, পাওলো দিবালা, গ্রিজম্যানসহ অনেকের দিকেই নজর রেখেছিল বার্সেলোনা। যদিও এদের মধ্যে কৌতিনহোকে দলে ভেড়ানোর জন্য বার বার প্রস্তাব দিয়ে ব্যর্থ হচ্ছিল বার্সা। এর মাঝে দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের অফ ফর্ম চিন্তায় ফেলে দেয় কাতালানদের। যে কারণে আক্রমণভাগকে শক্তিশালী করতে ২৫ বছর বয়সী গ্রিজম্যানকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা।

অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে যদিও ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে গ্রিজম্যানের। যদিও অনেক আগে থেকেই তার দিকে চোখ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডেরও। এবার সে দলে যোগ হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তাই এখন বলা মুশকিল মৌসুম শেষে ফরাসি এ ফরোয়ার্ডকে দেখা যাবে কোন ক্লাবে।