Print Date & Time : 11 September 2025 Thursday 3:24 am

গ্রিনডেল্টা ক্যাপিটাল ও থাই ফয়েলসের মধ্যে চুক্তি

গ্রিনডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল) সম্প্রতি থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে বুক বিল্ডিং পদ্ধতিতে থাই ফয়েলসের শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, যার একক ইস্যু ম্যানেজার হিসেবে গ্রিনডেল্টা ক্যাপিটাল কাজ করবে। গ্রিন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং আল-মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজের বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আল-মোস্তফা গ্রুপের পরিচালক মো. জাফর ইকবাল, মো. বাবু হোসেন এবং গ্রিন ডেল্টা ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি