গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি নিয়ে এলো সিঙ্গার

সিঙ্গার বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির নেট হোম প্লাস ওয়াই-ফাই ও ভয়েস দ্বারা নিয়ন্ত্রণের সুবিধা-সংবলিত গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এয়ার কন্ডিশনার। সম্প্রতি এক অনুষ্ঠানে পণ্যটি উšে§াচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম এবং করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার মো. আসগর হোসেন-সহ প্রোডাক্ট ম্যানেজাররা। বিজ্ঞপ্তি