Print Date & Time : 5 September 2025 Friday 11:57 am

গ্রিন ডেল্টার সঙ্গে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশের শীর্ষস্থানীয় বেসরকারি নন-লাইফ বিমা প্রতিষ্ঠান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে গতকাল গুলশানের ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করে। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দীন আহমেদ, গ্রিন ডেল্টা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওয়াফি সফিক মেনহাজ খান প্রমুখ। বিজ্ঞপ্তি