গ্রিন ডেল্টা ক্যাপিটালের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে পুরস্কার অর্জন

গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডকে বাংলাদেশের পুঁজিবাজারে ব্যতিক্রমী অবদান এবং উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২০২২ সালের কার্যক্রম পর্যালোচনায় মার্চেন্ট ব্যাংকগুলোর মধ্যে সেরা হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রিনডেল্টা ক্যাপিটালের প্রতিনিধি সিএফও মোহাম্মদ সোহরাব হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিজ্ঞপ্তি