মুজিববর্ষ উপলক্ষে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড। গতকাল গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে এ পুরস্কার দেন। এতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ইফাদ মাল্টি প্রোডাক্টসকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত দেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের এমডি তানভীর আহমেদ, ইফাদ মাল্টি প্রোডাক্টেসের এমডি তাসকিন আহমেদ এবং ইফাদ গ্রুপের পরিচালক তাসফিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 17 August 2025 Sunday 12:00 pm
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ইফাদ মাল্টি প্রোডাক্টস
করপোরেট কর্নার ♦ প্রকাশ: