Print Date & Time : 22 July 2025 Tuesday 9:23 pm

গ্রিস সমুদ্রে ৮০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

শেয়ার বিজ ডেস্ক: গ্রিস উপকূলে নৌকা ডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তুরস্ক থেকে ইতালিগামী নৌকাটি ৮০ জন যাত্রী নিয়ে এজিয়ান সাগরে ডুবে যায়।

গ্রিসের জাতীয় সংবাদ সংস্থা এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। শুক্রবার রাতভর পারোসের উত্তর-পশ্চিমাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালায় কর্তৃপক্ষ। ওই এলাকা থেকে তিন নারী ও এক শিশুসহ ১২ জন পুরুষের লাশ উদ্ধার করা করা হয়েছে। এদের পরিচয় এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা।

শনিবার গ্রিস কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার অভিযানে বিমানসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। ডুবে যাওয়া পাল তোলা নৌকা থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কোস্টগার্ড।

অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা। যদিও গত কয়েক বছর ধরে এই পথে আগের তুলনায় প্রবেশের সংখ্যা কিছুটা কমছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর তথ্যমতে চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে আড়াই হাজার মানুষের মৃত্যু অথবা নিখোঁজ হন।