Print Date & Time : 8 September 2025 Monday 5:10 am

গ্রীল কেটে একই রাতে ৫ মসজিদে চুরি

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা এক রাতেই ৫টি মসজিদে একযোগে চুরি সংগঠিত হয়েছে। এসময় মসজিদের গ্রীল কেটে দানবাক্স, মাইকের ব্যটারি সোলার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১ জানুয়ারি) ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের পাঁচটি মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের ইকাবাল হোসেন জানান, চোরেরা তাদের এলাকায় উত্তর শাহাজাতপুর জামে মসজিদ, সানা পাড়া জামে মসজিদ, বায়েজিদ পাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দার পাড়া জামে মসজিদের গ্রীল কেটে দানবাক্সের টাকা, ব্যটারি, সোলার, ঘড়িসহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে।

সানাপাড়া মসজিদের ইমাম শেখ আব্দুল গফুর জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ফজরের আযান দিতে এসে মোয়াজ্জিন দেখেন মসজিদের গ্রীল কেটে দানবাক্স ও মসজিদের মাইকের ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। সকালে জানলাম আশপাশের আরো ৪টি মসজিদেই একই রকম চুরি হয়েছে। চোরদের কাছ থেকে আল্লাহর ঘরও রেহাই পাচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিক।

খেশরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে।