Print Date & Time : 3 August 2025 Sunday 3:20 pm

গ্রুপ পর্ব থেকেই আবাহনীর বিদায়

ক্রীড়া প্রতিবেদক: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে টিসি স্পোর্টসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এফসি পচেয়ন। তাতেই কপাল পুড়েছে আবাহনী লিমিটেডের। গতবারের মতো এবারও আকাশি নীলদের বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল টিসি স্পোর্টস ও এফসি পচেয়ন ম্যাচের দিকে তাকিয়ে ছিল আবাহনী। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় এফসি পচেয়ন এক পয়েন্ট নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে।

গতকাল প্রথমার্ধের শেষ দিকে টিসি স্পোর্টসের স্টেওয়ার্ট কর্নেলুইস এজেকিয়েল গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালায় এফসি পচেয়ন। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে কো জি মানের স্পট কিক থেকে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়ার দলটি। শেষ পর্যন্ত এ গোলটিই আবাহনীর জন্য কাল হয়ে গেলো।