Print Date & Time : 8 July 2025 Tuesday 12:19 am

গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

শেয়ার বিজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবিত ইসলামাবাদ অভিযান কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তান। গত মঙ্গলবার সরকার এই সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর রাতে শুরু হয় ইমরানের কর্মী-সমর্থকদের ধরপাকড়। খবর: ডন।

টুইট করে ইমরান এই গ্রেপ্তারের ঘটনার নিন্দা করে বলেন, প্রস্তাবিত সমাবেশ প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। তাই গতকাল সকাল থেকেই সাবেক প্রধানমন্ত্রীর কর্মী-সমর্থকরা ইসলামাবাদের দিকে রওনা দিতে শুরু করেন। পুলিশ তাদের ঠেকাতে সড়কে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভেঙে পিটিআইয়ের কর্মীরা এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একই সঙ্গে শুরু হয় লাঠিচার্জ। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ হয়। আচমকা পুলিশ গুলি চালালে এক পিটিআই কর্মী প্রাণ হারান। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এছাড়া পাকিস্তানের অন্যান্য শহরেও সংঘর্ষ হয়েছে। পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পুলিশ কর্মকর্তারা মিছিলকারীদের ওপর টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে হামলা করছে বলে দেখা যায় বিভিন্ন ভিডিওতে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার জানান, বুধবার ইমরানের প্রস্তাবিত সভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার এই মিছিল ঠেকাতে বদ্ধপরিকর। ইমরানের কর্মী-সমর্থকদের আটকাতে রাতেই জায়গায় জায়গায় ব্যারিকেড বসিয়ে দেয়া হয়। সেইসঙ্গে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

ডন জানায়, ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন ইমরান খান। পরিস্থিতি যে কোনো সময়ে আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছে প্রশাসন। এছাড়া গ্রেপ্তার হতে পারেন ইমরান।

সরকারবিরোধী আন্দোলন ঘিরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করতে পারে ইসলামাবাদ সরকার। একই সঙ্গে গ্রেপ্তার করা হতে পারে দলের অন্যান্য শীর্ষ নেতাদেরও। ইমরানকে আটকের পর সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বিশদ আলোচনা করেছে সরকার।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের বড় শহরগুলোয় একের পর এক সমাবেশ করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। এসব সমাবেশে পিটিআই নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।