Print Date & Time : 1 September 2025 Monday 10:05 pm

গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও নেতানিয়াহুকে জার্মানিতে আমন্ত্রণ জানাবেন ম্যার্ৎস

শেয়ার বিজ ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মানিতে সরকারি সফরের আমন্ত্রণ জানাতে চান রক্ষণশীল দল সিডিইউ নেতা এবং জার্মান নির্বাচনে বিজয়ী ফ্রিডরিশ ম্যার্ৎস। যদিও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর ডয়চে ভেলের।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, জার্মানির সম্ভাব্য চ্যান্সেলরের সঙ্গে তার (নেতানিয়াহু) ‘উষ্ণ কথোপকথন’ হয়েছে। ম্যার্ৎসের সাফল্যের জন্য নেতানিয়াহু তাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে, সম্ভাব্য চ্যান্সেলর ম্যার্ৎস কথোপকথনে প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহু) ধন্যবাদ জানান এবং জানান যে, তিনি তাকে জার্মানিতে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানাবেন। এটি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিযুক্ত করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের স্পষ্ট বিরোধিতা।

সিডিইউ দলের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্স এবং ডিপিএকে নিশ্চিত করেছেন যে, নির্বাচনের পরে দু’জনের মধ্যে ফোনে কথা হয়েছে। তবে, কথোপকথনের সারমর্ম সম্পর্কে কোনেও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

দুই সপ্তাহ আগে ম্যার্ৎস জার্মান-ইহুদি সংবাদপত্র জুডিশে আলগেমাইনকে বলেছিলেন, নির্বাচনে জয়লাভের সঙ্গে সঙ্গেই তিনি নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন। তিনি বলেছিলেন, আমার নেতৃত্বে, ইসরাইলি প্রধানমন্ত্রী নির্বিঘ্নে জার্মানি ভ্রমণ করতে পারবেন।