আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে সোমবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি বাজারে হিলি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ অনলাইন মাধ্যমে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের ভিপি ও মার্কেটিং ডিভিশনের প্রধান ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, হিলি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী আবুল হাসনাত খান রনি প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
