গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন চারটি উপশাখা গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। ঢাকার দিয়াবাড়ী ও আফতাব নগর, চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজার ও সাতক্ষীরার পারুলিয়া বাজারে উপশাখাগুলো উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ ও ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা অনুষ্ঠানে যোগ দেন। বিজ্ঞপ্তি
