গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির নবম সভা সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড.
মুহাম্মদ গিয়াসউদ্দীন তালুকদার সভায় সভাপতিত্ব করেন। অধিবেশনে কমিটির সদস্য ঢাকার মাদরাসা-ই ফুরফুরা শরীফের প্রধান মুফতি ছাঈদ আহমেদ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি সাহেদ রাহমানি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী, সুবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালীউল্লাহ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি