Print Date & Time : 5 August 2025 Tuesday 3:42 am

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত বিষয়ে সিন্ধান্ত হতে পারে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের চেয়ে ৫০ শতাংশ কম। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ টাকা ৫১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২১৪ টাকা ৬৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৬৮ টাকা ৯৯ পয়সা ও ২১৬ টাকা ১৫ পয়সা। ওই সময় করপরবর্তী মুনাফা করেছে ৬৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৮৩ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা।

গতকাল কোম্পানিটির ছয় লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৪০৭টি শেয়ার মোট ৩৩ বার হাতবদল হয়। শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে এক দশমিক শূন্য দুই শতাংশ বা ১৬ টাকা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ এক হাজার ৫৬০ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল এক হাজার ৫৫৯ টাকা ২০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ এক হাজার ৫৫০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৫৭৮ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর এক হাজার ৪১৫ টাকা ৩০ পয়সা থেকে এক হাজার ৭০০ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করেছে। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২ কোটি চার লাখ ৬০ হাজার টাকা।